"ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল"
মহিলা বন্দি মোসাম্মৎ শিরীন আক্তার(কয়েদী নং- ৫৫৯৩/এ), তিনি গত ২১-০৩-২০১৭ তারিখ হতে হত্যা মামলায় (ধারা- ৩০২/৩৪) কারা ভোগ করছেন। রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ, এই ভিশনে উজ্জীবিত কারাবিভাগ এবং কারাগারকে সংশোধনাগারে পরিণত করার প্রত্যয়ে বাংলাদেশ জেল- এর বন্দির হাতকে কর্মীর হাতে রুপান্তরের গৃহীত কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে তিনি নকশীকাঁথা সেলাই এবং সুঁই-সুতা দিয়ে ফুল তৈরির প্রশিক্ষণ নেন। কারা বন্দিদের তৈরি সেসব জিনিসপত্র যেমন- নকশীকাঁথা, বাঁশের তৈরি মোড়া, ঝাড়ু, গামছা, লুঙ্গি, বিছানার চাঁদর, কলমদানি, টিস্যুবক্সসহ আরো অনেক ধরনের কারাপণ্য বাণিজ্য মেলা এবং কারাগার সংলগ্ন শো-রুমে বিক্রি করা হয়। বিক্রির লভ্যাংশ হতে বিক্রয়লব্ধ অর্থের ৫০% উক্ত বন্দির পারিশ্রমিক হিসেবে নিজের ব্যক্তিগত পিসি (প্রিজনার ক্যাশ) একাউন্টে জমা করে, পারিবারিক অস্বচ্ছলতার কারনে পুনরায় সেই জমাকৃত অর্থ হতে মামলা পরিচালনার নিমিত্তে ৫০,০০০ টাকা আইনজীবীর নিকট হস্তান্তর করেন। এই অর্থ দিতে পেরে উক্ত মহিলা বন্দি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস