Wellcome to National Portal
Main Comtent Skiped

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম। কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না। সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।


এক নজরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার এর সংক্ষিপ্ত বিবরণী

অবিভক্ত বাংলায় ত্রিপুরা রাজ্যের অন্তর্গত বর্তমান জেলা কুমিল্লার সদর উপজেলার ছোট রামৌজায় প্রায় ৬৭ একর জায়গা নিয়ে ১৭৯২ সালে ১৫ জন কারারক্ষীর মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৬২ সালে কুমিল্লা জেলা কারাগারকে কেন্দ্রীয় কারাগার হিসেবে ঘোষণা করা হয়।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে মোট জমির পরিমাণ প্রায় ৪৮.২৮৪ একর। কারাগারের পেরি মিটার ওয়ালের ভেতরে ১৪.৯০২২ একর রয়েছে। কারাভান্তরে ০৯ টি বন্দি ভবন, ০৩টি সেল ভবন ও মহিলা বন্দিদের জন্য ০১টি ভবন ও০১ টি সেল ভবন, ২টি কারা হাসপাতাল ভবন, ১টি চৌকা, ২টি কারা-ক্যান্টিন এবং প্রশিক্ষণ ও উৎপাদন বিভাগ রয়েছে। মহিলা বন্দিদের সাথে অবস্থানরত শিশু বাচ্চাদের ০৬ বছর পর্যন্ত একসাথে থাকার ব্যবস্থা রয়েছে এবং শিশুদের জন্য দোলনা ও বিভিন্ন প্রকার খেলার সামগ্রী রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন, কুমিল্লা কর্তৃক কারাগারের অভ্যন্তরে বন্দিদের স্বাক্ষর জ্ঞান (গণশিক্ষা) দান এবং শিক্ষিত বন্দিদের ধর্মীয় শিক্ষাদানের জন্য ০১জন কারাশিক্ষক ও বন্দিদের মধ্য হতে ০১ জন শিক্ষক নিয়োজিত রয়েছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি গণশিক্ষা কার্যক্রম চালু আছে এবং কারা লাইব্রেরির মাধ্যমে বন্দিদের বিভিন্ন ধর্মীয় নৈতিক ও প্রনোদনামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।